অগ্নিঝরা মার্চে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লেগেছে
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
অগ্নিঝরা মার্চে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লেগেছে বলে মন্তব্য করেছেন গণফোরামের (একাংশ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
বুধবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও তেল-গ্যাস এবং ওয়াসার পানির দাম বাড়ানোর প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণফোরাম।
সুব্রত চৌধুরী বলেন, অগ্নিঝরা মার্চে সরকার আগুন লাগিয়ে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। আজ যিনি ক্ষমতায় আছেন, কথায় কথায় তিনি বলেন আমি বঙ্গবন্ধুকন্যা। কিন্তু মানুষের পেটে ও পকেটে যে আগুন লাগিয়ে দিয়েছেন— তা নেভানোর ক্ষমতা আপনার নেই।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার কাছ থেকে জনগণ কোনো কিছুই আশা করে না। আপনি ক্ষমতা ছেড়ে দেন। আমরা ২০১৮ সালে আপনার প্রতারণার শিকার হয়েছি। নিরপেক্ষ নির্বাচন দেবেন বলে আপনি শপথ নিয়েছিলেন। কিন্তু দেননি।
এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণফোরামের (একাংশ) সভাপতি মোস্তফা মহসিন মন্টু চৌধুরী, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।