অধিকারের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুন : জাতীয় মানবাধিকার সমিতি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
মানবাধিকার বিষয়ক সংগঠন ‘অধিকার’ এর নিবন্ধন নবায়ন না করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
বৃহস্পতিবার (১৬ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
তারা বলেন, বাংলাদেশ সরকার অধিকারের নিবন্ধন নবায়নের আবেদন অনুমোদন না করায় দেশবাসীর সাথে সাথে আমরাও উদ্বিগ্ন। ‘মানবাধিকার বিষয়ক সংগঠন ‘অধিকার’ বহু সময় ধরেই বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে তথ্য সংগ্রহ, গবেষণা ও পরামর্শ কার্যক্রম পরিচালনা করে আসছে। নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন বিশেষ করে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগের বিষয়ে তাদের কার্যক্রম ভুক্তভোগী, তাদের স্বজন তথা দেশের সব নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ।
নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি অধিকারের নিবন্ধন নবায়ন না করার মধ্যে দিয়ে সরকার ভুক্তভোগী ও ভুক্তিভোগী পরিবারগুলোর সদস্যদের কণ্ঠস্বর হিসেবে পরিচিত অধিকারকে বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে।
জাতীয় মানবাধিকার সমিতির অবিলম্বে এনজিও বিষয়ক ব্যুরোর এই সিদ্ধান্ত বাতিল করে অধিকার এর নিবন্ধন নবায়ন করার জোর দাবী জানাচ্ছে।