• আজ রাত ৩:০২, বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ জেগে উঠেছে : বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ১২:২২ পূর্বাহ্ণ

 

অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাঁরা বলেন, বাংলাদেশের মানুষকে কখনও দাবিয়ে রাখা সম্ভব হয়নি, হবেও না। এবার এই কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটিয়েই তাঁরা ঘরে ফিরবেন।

আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এ সমাবেশের আয়োজন করে। দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই ঢাকা মহানগর ও আশপাশের বিভিন্ন জেলা থেকে যুবদলের নেতারা ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন। তাঁরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় কিছু যায় আসে না। অসংখ্য মিথ্যা মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সরকারের এই দমনপীড়নে গণজাগরণ দমানো যাবে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার মনে করেছিল খালেদা জিয়াকে বন্দি করলে বিএনপি থাকবে না। তারেক রহমানের রাজনীতিতে আসাও সরকারের সহ্য হচ্ছে না। কিন্তু এটা তাদের সহ্য করতে হবে। তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং এ দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা দুর্নীতি করে না, তাদের দুর্নীতিবাজ বানানো হয়েছে। আর যারা দুর্নীতি করছে তাদের ধুয়া তুলসি পাতা বানানো হচ্ছে। এ সরকার বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতিবাজ সরকার। তারা উন্নয়নের নামে লুটপাট করেছে। মধ্যম আয়ের দেশের কথা বলে নিম্ন আয়ের দেশ বানিয়েছে। ওবায়দুল কাদের বলেছেন, তিনি দেশ ছেড়ে পালাতে চান না। তাঁকে সাধুবাদ জানাই। কারণ পালানোর তো পথ পাবেন না। তাঁদের সময় শেষ, জনগণের বাংলাদেশ।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, সাইফুল আলম নিরব, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, মামুন হাসান, ইসাক সরকার, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য দেন।

মহিলা দলের নেত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ :এদিকে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে আটকের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির এই সহযোগী সংগঠনটি। রোববার দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে হোটেল রাজমনি ঈশা খাঁ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, নির্যাতন করছে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!