• আজ সকাল ৬:১৩, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনুরণিত আর্তনাদ : জাফর পাঠান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২ ১:০৭ পূর্বাহ্ণ

 

আত্মার কায়াহীন কান দিয়ে চেষ্টা করিলে

অপমৃতদের- গুমট কান্না শুনি অনিলে,

অনুরণিত আর্তনাদ ভাসে- অখিল জুড়ে

বুনন যার- অণুর নিগূঢ় থেকে নিগূঢ়ে।

দেহহীন দেহে ওরা এখনো বেঁচে অস্তিত্বে

ধরার জীবন স্মৃতি- সেটাও আছে কর্তৃত্বে,

বিধাতার বিচার ক্ষেতে- বুনে যায় ফসল

দৃঢ় প্রতিজ্ঞ ওরা- ফল পেয়ে হবে সফল।

স্রষ্টার পাঁকা ধানে কাতেল দিয়ে যাচ্ছে মই

নদে তুলে সুনামি দোল্- ফেলছে হইচই,

জীবিতরা মৃত, প্রাণ চাঞ্চল্যের চরাচরে

জ্ঞাত-অজ্ঞাত- অশুভ আতংক ঘরে ঘরে।

ভাবুকেরা ভাবে আর গুমরে গুমরে কাঁদে

ক্ষোভে-দুখে সময় কাটে অপলক নিনাদে,

দিন দিন হচ্ছে ভারি- অপমৃতদের দল

থামছে শান্তির কল্লোল তটিনীর হিল্লোল।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!