অনুষ্ঠিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’-এর বিশেষ প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ

আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হওয়া সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এ উপলক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ দিন সিনেমাটি প্রদর্শনের পর উপস্থিত অতিথিরা নির্মাণ, গল্প, অভিনয়, গান নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন।
তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, সামিনা বাসার, রাইসুল ইসলাম আসাদ, তাসকিন আহমেদ, রনক হাসান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত হয়েছে এই সিনেমা। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে র্যাবের দুঃসাহসিক অভিযান ফুটিয়ে তোলা হয়েছে এই সিনেমায়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। আরও উপস্থিত ছিলেন পুলিশের মহা-পরিদর্শক আইজিপি বেনজীর আহমেদ, র্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পরিচালক দীপংকর দীপন, নায়ক রোশান, রিয়াজ, মনোজ, দর্শনা বণিকসহ অন্যান্য কলাকুশলীরাও ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা।
স্বাধীন খবর ডটকম/আ আ
