• আজ সন্ধ্যা ৬:০৩, বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪ ১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের নাম বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন বাস্তবায়নের পথে। বিভিন্ন সূত্রে জানা গেছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিল সিমন্সের সহকারী হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে।

বুধবার বিসিবির বোর্ড সভায় এই নিয়োগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, যেখানে সিদ্ধান্ত হয় আফগানিস্তান সিরিজ থেকে সালাউদ্দিন সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন। চুক্তিটি আপাতত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

উল্লেখ্য, এর আগেও সালাউদ্দিন ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ এবং পরবর্তী সময়ে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ