অমানিশি প্রহর : জাফর পাঠান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ

জাতির সারা অঙ্গে ভাইরাস ব্যাকটেরিয়া
নীতির গায়ে ধরেছে পঁচন,
আশারা পড়ছে খসে- ঝরা পাতার মতন
মানবতার প্রকাশ্য মোচন।
অনৈতিকতার- লাগামছাড়া ত্রস্ত লগন
আবৃত দৈত্যের সাতকাহন,
রুদ্র রবি নেমে এসেছে সাত হাত ওপর
দুর্বহ যাতন অবগাহন।
প্রতিহিংসার বিষাক্ত রাসায়নিক গ্যাস
কুড়ে কুড়ে খাচ্ছে জাতির দেহ,
গুমট বিমূর্ত নিনাদের- মনোদংশন
শুনছেনা দেখছেনা যে কেহ ।
স্বাধীন খবর ডটকম/আ আ
