আওয়ামী লীগ হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা: আলাল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামীলীগ হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। তারা যুদ্ধের কাহিনী শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে।
বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার (২৮ মে) চাঁদপুর জেলা বিএনপি‘র উদ্যোগে আয়োজিত এক সভায়প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, আমাদেরকে সাধারণ জনগণের পাশে থাকতে হবে। তাদের অধিকার আদায়ের লড়াই করতে হবে। প্রতিজ্ঞাকরতে হবে যেকারণে মুক্তিযুদ্ধ হয়েছিল তা বাস্তবায়ন করতে হবে। দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, তারা (আওয়ামী লীগ) মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবি করে, আর আমরা মুক্তিযুদ্ধেরস্বপক্ষের শক্তি নয়, আমরা মুক্তিযুদ্ধের শক্তি। কারণ আমার নেতা মুক্তিযুদ্ধের ঘোষণা করেছে। মাঠে মুক্তিযুদ্ধ করেছে। আর ওরা(আওয়ামী লীগ) হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা। তারা মুক্তিযুদ্ধের কাহিনী শুনে শুনে তারপরে বলছে তারা নাকি মুক্তিযোদ্ধা।
তিনি আরও বলেন, বর্তমান অর্থমন্ত্রী ভুয়া মুক্তিযোদ্ধা। আরও একজন মন্ত্রী আছেন যিনি ভুয়া মুক্তিযোদ্ধা। এসব নির্লজ্জ, বেহায়া নীতিহীনদের সাথে আপস করা চলে না।
আলাল বলেন, আমরা যুদ্ধে নেমেছি বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, যে জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা বাস্তবায়ন করাইআমাদের লক্ষ্য। সেই লক্ষ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব।
যুবদলের সাবেক সভাপতি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী। মানুষ বাজার খরচ করতে পারে না। তারপরওজনগণ কথা বলতে পারেনা। ছাত্রলীগ যুবলীগ গুন্ডার কারণে মানুষ কথা বলতে ভয় পায়। গুম হয়ে যাওয়ার ভয়ে, খুন হয়েযাওয়ার ভয়ে। মামলা জেল হাজতের ভয়ে। দেশটা এই পর্যায়ে নিয়ে গিয়েছে এই অবৈধ সরকার।
তিনি বলেন, বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিল তার সবকিছু ধ্বংস করে ফেলেছে এই অবৈধ আওয়ামী লীগ সরকার।দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বেগম খালেদা জিয়ার আশীর্বাদে তারেক রহমানের নির্দেশে আমাদেরসবাইকে ঐক্যবদ্ধভাবে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।
এ সময় চাঁদপুর জেলা বিএনপি‘র নেতাকর্মীদের উদ্দেশ্যে আলাল আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে।আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে হবে। আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।
প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
