আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গণটিকা দেয়া হচ্ছে গণটিকা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৯:৩৯ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
সারাদেশে ১ কোটি মানুষকে করোনা ভাইরাসের গণটিকা দিবে সরকার। দেশব্যাপী ২৮ হাজার বুথে এ কার্যক্রম শুরু হয়েছে। টিকা কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন নিয়ে জড়ো হয়েছেন লোকজন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫ ওয়ার্ডের ৬৭৫টি কেন্দ্রে গণটিকা দেওয়া হচ্ছে। এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গণটিকা কেন্দ্র করা হয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের গিয়ে দেখা গেছে, সকাল থেকেই নারী-পুরুষ গণটিকার জন্য জড়ো হয়েছেন। তাদের কেউ জাতীয় পরিচয়পত্র আবার কেউ জন্মনিবন্ধব সনদ নিয়ে উপস্থিত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের গণটিকা কেন্দ্র করায় দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানিয়েছেন টিকাগ্রহীতারা।
পীর ইায়ামেনী মার্কেট জোতার দোকানের বিক্রয়কর্মী সোহেল রানা ব্রেকিংনিউজকে বলেন, আমি ডেমরা থেকে সকালেই দোকানের উদ্দেশ্য চলে এসেছি। আওয়ামী লীগের পার্টি অফিসে টিকা কেন্দ্র করায় আমার জন্য সুবিধা হয়েছে। কাজের ফাঁকেই টিকা নিয়ে নিতে পারবো। মেয়ের তাপস ভাইকে ধন্যবাদ।
গুলিস্তানের খদ্দের মার্কটের এক কাপড় ব্যবসায়ী আব্দুর রহিম ব্রেকিংনিউজকে বলেন, দোকান খুলে এসে লাইনে দাঁড়িয়েছি। করোনার টিকা আমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই চলে এসেছে। এটা ভালো হয়েছে। অনেক দিন ধরে করোনা টিকা দিব-দিব বলে দেয়া হয় নাই। এখন সহজ হয়েছে।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) প্রতি ওয়ার্ডে ৯টি করে কেন্দ্র হিসেবে দক্ষিণ সিটির সর্বমোট ৬৭৫ কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলবে। প্রতি কেন্দ্রে ৫০০ জনকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচালিত হতে যাওয়া এই কার্যক্রমে সর্বমোট ৩ লক্ষ ৩৭ হাজার ৫০০ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।