• আজ সন্ধ্যা ৬:৪০, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় ছাত্রলীগ আরও বেপরোয়া: অলি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ৭:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ৭:১৭ পূর্বাহ্ণ

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকায় ছাত্রলীগের সন্ত্রাস-নৈরাজ্য আরও বেপরোয়া হয়ে উঠেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় আজ শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ এসব কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পাশাপাশি সুপ্রিম কোর্ট চত্বরের ভেতরে ছাত্রদলের নেতা-কর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে ছাত্রলীগ। এতে ছাত্রদলের অন্তত ৪৭ নেতা-কর্মী আহত হন। এর আগে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে বেপরোয়া হামলা চালায় ছাত্রলীগ।

বিবৃতিতে অলি আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর-অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। এই হামলায় ছাত্রলীগ বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। ছাত্রলীগের এই হামলার ঘটনা তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে জাতির সামনে প্রমাণ করেছে। ছাত্রলীগ এখন আর সাধারণ ছাত্রদের সংগঠন নয়, এটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।

অলি আহমদ বিবৃতিতে বলেন, ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হানাহানি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণের মতো ঘটনা বিনা বাধায় ঘটিয়ে চলেছে। আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আসার পর থেকে লাগামহীন অপরাধ কর্মকাণ্ডে নামে ছাত্রলীগ। কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে একটি ঘটনায়ও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই।

প্রবীণ রাজনীতিক অলি আহমদ আরও বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে নির্বাচন সামনে রেখে বিরোধী দলের ওপর হামলা, মামলা বাড়িয়ে দিয়েছে।

বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ তাঁর বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা-গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

একই সঙ্গে অবিলম্বে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান অলি আহমেদ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ