• আজ ভোর ৫:৫৯, মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদিতমারীতে জমি নিয়ে সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ আহত-৪

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ

 

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধাসহ ৪ জন আহত হয়েছে। এদিকে এঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ জুন) রাতে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে বিষয়টি নিশ্চিত করেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তরুল ইসলাম।
এর আগে রবিবার দুপুরে আদিতমারী উপজেলা সদরের মাষ্টারপাড়া এলাকা ঘটনাটি ঘটেছে।

আহতরা হলেন, উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণবত্রিশ হাজারী গ্রামের বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দিন (৭৫), মুক্তিযোদ্ধার জামাতা আব্দুল বাতেন (৫০) ও তার ছেলে তারিকুল ইসলাম (২৭) ও অপরপক্ষের পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম (৭২)। এদের মধ্যে আব্দুল বাতেন গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতাল ও বাকিরা আদিতমারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় আহত বীরমুক্তিযোদ্ধার মেয়ে তহমিনা বেগম বাদী হয়ে ১০ জনের নামে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অপরপক্ষের আহত পল্লীচিকিৎসক রফিকুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কোন অভিযোগেই নথিভুক্ত করা হয়নি বলে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রবিবার (১২ জুন) জমি নিয়ে সংঘর্ষের সময় পল্লীচিকিৎসক রফিকুল ইসলামের লোকজন প্রতিপক্ষ আব্দুল বাতেনের ওয়ার্কশপে তৈরিকৃত স্টিলের মূল্যবান মালামাল গোডাউন থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ্জামান মালামালগুলো তার বাসা থেকে উদ্ধার করে জিম্মায় রাখেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তরুল ইসলাম জমি নিয়ে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!