• আজ সন্ধ্যা ৬:৩৮, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্ত:মনিপুরী কাং টুর্নামেন্ট ২০২২’র সুপার সিক্স রাউন্ড সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

শুক্রবার সিলেট লামাবাজারস্থ কৃষ্ণ-বলরাম জিউ আখড়ায় ১ম মেয়র কাপ আন্ত: মনিপুরী কাং টুর্নামেন্টের সুপার সিক্স রাউন্ড অনুষ্ঠিত হয়।
‘১ম মেয়র কাপ আন্ত:মনিপুরী কাং টুর্নামেন্ট ২০২২’র আজকের সুপার সিক্স রাউন্ডের প্রথম খেলায় লাইনিংথৌ কাংখুৎ-কাংলাশা কাংখুৎকে ১০-৫ পয়েন্ট, ২য় খেলায় আসমফা, আম্বরখানা-ভানুগাছ লিজেন্ডকে ১২-৮ পয়েন্ট এবং ৩য় খেলায় নয়াবাজার নাহারোল কাংখুৎ-গোপাল দেব কাংখুৎ মনিপুর, ইন্ডিয়াকে ১১-৭ পয়েন্টে পরাজিত করে।
ভারতের মনিপুর ও আসাম থেকে আগত পুরুষ এবং মহিলা দুই দলকে শুক্রবার বেলা ১টায় লামাবাজার মনিপুরীপাড়া, সিলেট মনিপুরী কাং এসোসিয়েশনের পক্ষে থেকে সংবার্ধনা প্রদান করেন।
প্রতিযোগিতার আহবায়ক এল, প্রশান্ত সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর শান্তুনু দত্ত সন্তু।
কমিটির সদস্য সমেন্দ্র সিংহের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- সিলেট মনিপুরী কাং এসোসিয়েশনের সভাপতি নৃপেন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক সজল সিংহ, সদস্য সচিব মিন্টু সিংহ, বাংলাদেশ কাং ফেডারেশনের সভাপতি ইবুঙহাল শ্যামল সিংহ, সমাজসেবী হিরন্ময় সিংহ হিরণ, পুরিদাশ রাসেল, সত্যজিৎ, রাজু, প্রহল্লাদ, প্রকাশ, আনন্দ, সুজয় সিংহ, মনিপুর ও আসাম থেকে এল. ওমনাথ শর্ম্মা, টি. এইচ. হিরেন সিংহ প্রমুখ।
উল্লেখ, মনিপুরীদের অতি প্রাচীন ঐতিহ্যতম কাং খেলায় সর্ব প্রথম মনিপুর ও আসাম থেকে এই খেলায় অংশগ্রহন করেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ