• আজ সকাল ৮:৫৭, বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্দোলন ছাড়া কোন পথ নাই : আলাল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ৮:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ৮:৪৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএন‌পির যুগ্ম-মহাস‌চিব এড. সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল ব‌লেছেন, দেশকে রক্ষা করতে হলে আন্দোলন ছাড়া কোন পথ নাই। আন্দোলনের শেষ পথ।

তি‌নি ব‌লেন, আমরা আ‌ন্দোলন কর‌ছি সেই আ‌ন্দোলন‌কে আরও বেগবান কর‌তে হ‌বে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হ‌বে, তাহ‌লে সফল হওয়া যা‌বে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হ‌বে। দ্রবমূল্য ক‌মে যা‌বে।

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের মি‌লনায়ত‌নে মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের উ‌দ্যো‌গে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও “মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়” শীর্ষক আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল বলেন, এই আওয়ামী লীগ সরকারকে ঘাড় ধরে বুঝাতে হবে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আপনাদের (আওয়ামী লীগ) মুক্তিযোদ্ধার দল না।

তিনি বলেন, এখানে মুক্তিযোদ্ধারা ও মুক্তিযুদ্ধের প্রজন্মরা আছেন। তাদেরকে এই চেতনা ধারণ করে দেশে যে আন্দোলন চলছে তা বাস্তবে রূপ দিতে হবে। এর বাইরে আর দ্বিতীয় কোন কথা থাকতে পারে না।

যুবদলের সাবেক সভাপতি বলেন, আওয়ামী লীগ এমন একটি দল যে দলের এক মন্ত্রী বলেন আব্বা ঘুমের মধ্যে বড়লোক হয়ে যাচ্ছি টেরই পারছি না। আরেক মন্ত্রী বলেন, গরু যদি কচুরিপানা খেতে পারে আমরা পারবো না কেন। আওয়ামী লীগ হ‌চ্ছে এমন একটা দল।

তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম তো বাড়বেই কারণ এই সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তেলসহ বিভিন্ন দ্রব্য-পণ্য পশ্চিমা শক্তির বিভিন্ন শক্তিকে দিচ্ছে এই কারণে দ্রব্যমূল্যের দাম তো বাড়বেই।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বি এন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!