আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই : হাসান সরকার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ২৬, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ

গাজীপুর মহানগর সংবাদ দাতা
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আন্দোলন সংগ্রাম ছাড়া উত্তোরণের বিকল্প নেই।
বৃহস্পতিবার গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় যুব সমাজকে জেগে ওঠার আহ্বান জানিয়ে হাসান উদ্দিন সরকার বলেন, খোদাদ্রোহীরা একত্র হয়ে দেশ চালাচ্ছে। আন্দোলন সংগ্রাম ছাড়া এর থেকে উত্তোরণের বিকল্প নেই।
তিনি বলেন, হিংসা-বিদ্বেষ, ধোকাবাজি, মিথ্যা দিয়ে রাজনীতি হয় না। বাংলাদেশ জনগণের, কারোর পৈত্রিক সম্পত্তি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলেন তার পিতা বঙ্গবন্ধু ওই ভাষায় কথা বলতেন না।
নগরীর রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শওকত হোসেন সরকারের সঞ্চালনায় সমাবেশটি সম্পন্ন হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদী, সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মাহবুবুল আলম শুক্কুর, জিএস সুরুজ আহমেদ, হুমায়ুম কবীর রাজু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সিটি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, যুবদল নেতা এজিএস সাজেদুল ইসলাম, প্রভাষক বসির উদ্দিন, স্বেচ্ছাসেবকদল নেতা আরিফ হোসেন হাওলাদার, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ
