আফগানদের কাছে ৭ উইকেটের হার টাইগারদের
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৩১, ২০২২ ১২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৩১, ২০২২ ১২:৩৮ পূর্বাহ্ণ

এবারের এশিয়া কাপ হার দিয়ে শুরু করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে মোহাম্মদ নবীরা।
বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙড় করে আফগানরা। ৩ নম্বরে নামা ইব্রাহিম জাদরান ৪১ বলে ৪২ রানের ইনিংস খেলেন।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ২৭ বলে ২৫ রান করেন। এছাড়া শেখ মেহেদীর ব্যাট থেকে এসেছে ১৪ রান। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে এসেছে ১১।
স্বাধীন খবর ডটকম/আ আ
