• আজ রাত ১০:৪৯, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাদের সুযোগ আছে, আমরা ফার্স্ট হতে পারি : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার মতে আগামী নির্বাচনে জাপার জয়ের সুযোগ আছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলটির কেন্দ্রীয় বর্ধিত সভায় উদ্বোধনী বক্তৃতায় জাপা চেয়ারম্যান এ সম্ভাবনার কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশে তিনটি বড় রাজনৈতিক দলের দেশ শাসনের অভিজ্ঞতা আছে। তাদের সব জায়গায় সমর্থক গোষ্ঠী আছে। আওয়ামীলীগ, বিএনপির পর জাতীয় পার্টিও একটি দল।

যুদ্ধে বৈশ্বিক রাজনীতির মতোই আগামীতে বাংলাদেশের রাজনীতি অস্থির হয়ে উঠবে এমন আশঙ্কা করে জিএম কাদের বলেন, ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, কে সামনে যাবে কে পেছনে যাবে তা বোঝা যাচ্ছেনা। কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে কেউ জানেনা। কাজেই আমাদের সুযোগ আছে, আমরা ফার্স্ট হতে পারি।

তিনি বলেন, যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দার ঢেউ কতদূর আমাদের নিয়ে যাবে সেটা পরিষ্কার বলা যাচ্ছেনা। বিশ্বে যে বিভক্তির সৃষ্টি হয়েছে তা রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ হবে। ব্যাপক পরিবর্তন সম্ভাবনা দেখা যাচ্ছে। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের অর্থনৈতিক মন্দা সামনের দিকে রাজনীতিকে কোথায় ঠেলে নিয়ে যাবে আমরা জানিনা।

জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, দেশের বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। দুর্নীতি, দুঃশাসন আর সরকারি দলের কর্মীদের অত্যাচারে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার বলে অনেক উন্নয়ন করেছে অথচ টাকা দিয়ে টিকিট কিনে মানুষ গণপরিবহনে উঠতে পারেন না।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন দলটির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!