আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৬, ২০২২ ৮:১৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত, আমি চাই আওয়ামী লীগে নতুন নেতৃত্ব উঠে আসুক।
বৃহস্পতিবার বিকেল গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক সাংবাদিক প্রশ্ন করেন আওয়ামী লীগের আগামী সম্মেলনে কোন চমক থাকছে কি-না?
প্রধানমন্ত্রী বলেন, যেদিন থেকে আওয়ামী লীগের একজন কাউন্সিলরও আমাকে নেতৃত্ব চাইবে আমি থাকবো না, সেদিন থেকেই থাকবো না। দীর্ঘদিন হয়ে গেছে। আমি বিদায় নিতে প্রস্তুত রয়েছি। অনেক বয়স হয়ে গেছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
