• আজ বিকাল ৫:৪৫, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি সরকারের কাছে বিচার চাই না : নিহত নেতার স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৫, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ

 

ভোলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বলেছেন, ‘আমি আমার স্বামীকে হত্যার বিচার শেখ হাসিনার সরকারের কাছে চাই না। আমি হত্যার বদলে হত্যা চাই। গুলির বদলে গুলি চাই। রক্তের বদলে রক্ত চাই।’

নিহতের স্বজনদের বক্তব্যের অংশ হিসেবে আজ শনিবার দুপুর ২টার দিকে বরিশাল বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।  আব্দুর রহিমের স্ত্রী বলেন, ‘আমি দুনিয়ায় অসহায় হয়ে পড়েছি। আমার সন্তানদের এতিম করে দেওয়া হয়েছে। আমার স্বামীর কোনো অন্যায় ছিল না। আমার স্বামীর অন্যায় ছিল তিনি শেখ হাসিনার বিপরীত মতাদর্শকে ভালোবাসতেন। এটা কোনো অন্যায় হতে পারে না।’

এ সময় আরও বক্তব্য দেন বরিশাল মহানগর ছাত্রদলের নিখোঁজ নেতা ফিরোজ ও কালুর মা। সমাবেশে সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। দুপুর ২টার আগেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসেন। তাছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবাদুল মঈন খান, বেগম সেলিমা রহমান উপস্থিত আছেন। 

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ