আলওয়াল চৌধুরী স্মৃতি পরিষদ এর উদ্যোগে “সম্মাননা-স্মারক” ও বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৭:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৭:৩৯ পূর্বাহ্ণ
হবিগঞ্জ জেলার অন্তরগত নবীগঞ্জ উপজেলার দিনারপুর শতক দেওয়ান বাড়িতে
অদ্য ১২ই মার্চ-২০২২ইং শনিবার “শতক দেওয়ান বাড়ি প্রবাসী কল্যাীন ট্রাষ্ট” ও “আল-খাদেম ফাউন্ডেশন ইউএসএ”- এর সৌজন্যে- “মরহুম দেওয়ান আলওয়াল চৌধুরী স্মৃতি পরিষদ ”-এর উদ্যোগে- স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর শুভ লগ্নে- ১১ নং গজনাইপুর ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের ও চেয়ারম্যান সহ ইউনিয়নের সকল কাউন্সিলারদের এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিদেরকে সম্মাননা স্মারক, প্রায় ৫৪ জন মেধাবী দরিদ্র ছাত্র / ছাত্রীকে বৃত্তি ও “মরহুম দেওয়ান আলওয়াল চৌধুরী স্মৃতি পরিষদ ”-এর সার্টিফিকেট প্রদান করা হয়।
দেওয়ান আজরফ চৌধুরীর সভাপতিত্বে এবং দেওয়ান সামিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতি অনুষ্টান পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি:- জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ (সংসদ সদস্য নবীগঞ্জ-বাহুবল)।
বিশেষ অতিথিদের মধ্যে:- জনাব ফজলুল হক চৌধুরী সেলিম (চেয়ারম্যান, নবীগঞ্জ উপজেলা)।
বিশেষ অতিথি:- জনাব দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী (বীর মুক্তিযোদ্ধা)।
বিশেষ অতিথি:- জনাব শেখ মহিউদ্দিন (উপজেলা নির্বাহী কর্মকর্তা, নবীগঞ্জ)।
বিশেষ অতিথি:- জনাব ইমদাদুর রহমান মুকুল (চেয়ারম্যান, ১১নং গজনাইপুর ইউনিয়ন)।
বিশেষ অতিথি:- জনাব মোঃ ডালিম আহমদ (অফিসার ইনচার্জ, নবীগঞ্জ থানা)।
বিশেষ অতিথি:- জনাব মোহাম্মাদ নিজাম উদ্দিন তালুকদার (প্রধান শিক্ষক, দিনারপুর উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ)।
বিশেষ অতিথি:- জনাব জাহিদ আহমধ চৌধুরী (এ,এস,পি অবসর প্রাপ্ত)।
বিশেষ অতিথি:- জনাব সামছুদ্দিন খাঁ (পুলিশ পরিদর্শক, গোপলা ফাঁড়ি, নবীগঞ্জ)।
বিশেষ অতিথি:- জনাব নূরুদ্দিন আহমদ (বীরপ্রতিক)।
আলোচনায় আরোও বক্তব্য রাখেন: সাত মৌজার বিশিষ্ট মুরুব্বি শফিউল আলম বজলু, আব্দুস সালাম, ইউপির প্যতনেল চেয়ারম্যা ন- ইকবাল আহমদ ছালিক, দেওয়ান সাইফুল আলম চৌধুরী ও সুদূর আমেরিকা থেকে ভার্চুয়ালি আলোচনায় অংশ গ্রহণ করেন, “শতক দেওয়ান বাড়ী প্রবাসী কল্যান ট্রাষ্ট”- এর প্রধান উদ্যোগক্তা দেওয়ান শাহেদ চৌধুরী এবং অন্যতম উদ্যোগতাদের মধ্যে নাইমা চৌধুরী ও দেওয়ান আকমল চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন:- দেওয়ান আব্দুল করিম চৌধুরী (ছালিক), দেওয়ান আব্দুল কাদির চৌধুরী কানাডা থেকে ভার্চুয়ালি অংশগ্রহন করেছেন সংগঠনের অন্যতম উদ্যোগতা – দেওয়ান সাদেক চৌধুরী, দেওয়ান এনামুল চৌধুরী, নূরেমান চৌধুরী, সাজিদুর রহমান সাজন,
দেওয়ান এহসান চৌধুরী ও দেওয়ান তফাজ্জুল চৌধুরীর, দেওয়ান জামিল চৌধুরী, দেওয়ান শাহিন চৌধুরী প্রমূখের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সফল ভাবে সম্পূর্ণ হয়।