• আজ সকাল ৭:০০, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

বিএনপি’র নির্বাচনকালীন সরকারের ফর্মুলা নিয়ে রাজনীতিতে এরইমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। দলটির পক্ষ থেকে, ভোটের পর জাতীয় সরকারের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে গিয়ে দেখা যাচ্ছে, জনগণ তার মৌলিক সব অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়েছে। দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নেই। সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় ঐকমত্যের ভিত্তি ছাড়া রাষ্ট্রকে মেরামত করা সম্ভব নয়। আমরা আগেই নির্দলীয় সরকারের একটি ফর্মুলা দিয়েছি।

এটা হবে ৯০ দিনের। নির্দলীয় সরকার আন্দোলন করে আমাদের আদায় করতে হবে। আন্দোলন করলেই সবকিছু হবে। রাজপথ গরম না করে তো কিছু হবে না। রাজপথই বলে দিবে সরকার কীভাবে গঠন হবে।

তিনি বলেন, দেশে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির বিরুদ্ধেই তো আমরা লড়াই করেছি। আর এই পরিস্থিতি মেনে নিয়ে তো নির্বাচনে যাওয়ার কোনো অর্থ হয় না। এই সরকারের অতীতের রেকর্ড তো ভালো নয়। তাহলে কেন এই অবস্থায় আমরা নির্বাচন করতে যাবো। আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। আমাদেরকে নির্বাচন করতে হবে ৯১, ৯৬, ২০০০ সালের নির্বাচনের মতো।

সরকারের সকল বাধা উপেক্ষা করে মাঠে নামতে হবে উল্লেখ করে টুকু বলেন, আওয়ামী লীগ কখনো বিরোধী শক্তিকে রাস্তায় দাঁড়াতে দেয়নি, এখনো দিবে না। তারা আন্দোলন করতে দিবে না বলেই তো আমাদের লড়াই করতে হচ্ছে। সরকার পতনের জন্য আমাদের আন্দোলন করতে হবে। এখন আন্দোলনের বিকল্প কিছু নেই। সরকার তো আমাদের প্রতিটা কর্মসূচিতে বাধা দিচ্ছে। কিন্তু আমরা থেমে নেই। বিএনপি কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো এদেশে ভোট হচ্ছে না। আর আমেরিকা সারা বিশ্বেই গণতন্ত্রের জন্য কথা বলছে। তবে আমরা বিশ্বাস করি এই সরকার আগের মতো নির্বাচন করে পার হতে পারবে না। নির্বাচনী বৈতরণী পার হতে হলে তাকে একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য ফর্মুলা একটাই, অতীতে যেমন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবারো নির্দলীয় সরকার হলে নির্বাচন সুষ্ঠু হবে।

আমরা বিশ্বাস করি দেশে সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই বিএনপি জয়লাভ করবে। বর্তমান গণতান্ত্রিক আন্দোলনে যেসব দল ও ব্যক্তি শরিক হবে, তারা নির্বাচনে বিজয়ী হোক বা পরাজিত- তাদের নিয়েই জাতীয় সরকার করা হবে। অতীতের মতো তিন মাসের মধ্যেই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এরশাদ সরকারের পতনের পরও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে। পরে অন্যান্য নির্বাচনও সুষ্ঠু হয়েছে। নির্বাচনের আগে জাতীয় সরকার হলে আওয়ামী লীগ এতে লাভবান হবে। সরকারে তাদের অংশগ্রহণ থাকলে প্রশাসন নির্দলীয় করা কঠিন হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা সহজ হবে না।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ