আল্লাহু আকবার : জাফর পাঠান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার
বলেই যাবো আমি- বলেই যাবো অনিবার,
আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার।
কে আছিস রুখিবার- অসুর কসুর- উদগ্রে দুর্নিবার
হাত ও পা বেঁধে এঁটে দিবি জবান আমার !
আমি বখতিয়ারের ঘোড়ায় বসা- নাঙ্গা কৃপাণ ‘মুক্তার’।
মিথ্যার সদম্ভে কাঁপুক বুক বসুধার- আসুক আঁধার
ভাসুক লহু নহরে জিহাদীর শবাধার !
তবু জাগিবেনা ভয়- হবোনা ক্ষয়- রে ধরার দুরাচার।
আদ- সামুদ, ফেরাউন- নমরূদ, দুশমন আল্লাহর
তুলেছিল সত্যের শিরে এন্তার তলোয়ার,
ওরা মরেছে, মরেনি জিহাদীরা, গর্জে উঠবেই আবার।
আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার
বলেই যাবো আমি- বলেই যাবো বারেবার,
আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার।
তুলবো-ই সত্যের নিশান- ওপরে সবার,
আল্লাহু আকবার- আল্লাহু আকবার- আল্লাহু আকবার।
zabpathan@gmail.com