আল্লাহ আমাদের ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৯, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৯, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
আল্লাহ আমাদের ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নাবিক জিএম নুরে আলম। তিনি বলেন, আমাদের ফিরে আসা হয়তো সম্ভব ছিল না। দেশের কূটনৈতিক ব্যবস্থার কাছে আমরা কৃতজ্ঞ।
বুধবার (৯ মার্চ) আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইপি গেইট দিয়ে বের হয়ে আসার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে আসতে পেরে আমরা খুশি। পরিবারের সঙ্গে দেখা হয়েছে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। দেশের মানুষের কাছে দোয়া চাই।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে ‘বাংলার সমৃদ্ধি’ নামে পণ্য জাহাজটি। এরপর ২ মার্চ রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি রকেট হামলার শিকার হয়। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হন। ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।