আল আইনে মরহুম ফয়েজ উল্লাহ স্মরণে আলোচনা সভা ও পবিত্র মিলাদুন্নবী (স.) উদযাপন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ১৬, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ১৬, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত এর আল আইন প্রাদেশিক সিটির বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা, সংগঠক ও রাজনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি আলহাজ্ব মুহাম্মদ ফয়েজ উল্লাহ এর দ্বিতীয় মৃর্ত্যু বার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে আল আইন ইন্ডাস্ট্রি সিটির ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস গ্রুপ।
সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা, সংগঠক ও টাইগার গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ নাছের হেজাজীর সভাপতিত্বে অনুষ্টিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার।
বাংলাদেশ বিজনেস গ্রুপের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক, ব্যবসায়ী ও আল আইন কমিউনিটির পরিচিত ব্যক্তিত্ব মুহাম্মদ জসিম উদ্দিন এর সাবলীল সঞ্চালনায় কমিউনিটির সিনিয়র ব্যক্তিবর্গ মরহুম আলহাজ্ব ফয়েজ উল্লাহ এর স্মরণে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব ফয়েজ উল্লাহ অনেক উচ্চ মাপের একজন গুনী মানুষ ছিলেন। সাদামাটা জীবন যাপন ও পরিবেশ পরিস্থিতির সাথে সহজে মিশতে পারার কারনে কমিউনিটির সকল পর্যায়ের মানুষের কাছে তিনি প্রিয় মানুষে পরিনত হয়েছে। কমিউনিটির যেকোন প্রয়োজনে তিনি যথেষ্ট অবদান রেখেছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে গেছেন। মরহুম আলহাজ্ব ফয়েজ উল্লাহ সফল একজন ব্যবসায়ী সহ একাধারে তিনি সামাজিক, ব্যবসায়িক, ক্রীড়া ও রাজনৈতিক অনেক সংগঠনের অগ্রভাগে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু করে যাওয়া ভালো কাজ কর্মের মধ্য দিয়ে সকলের হৃদয়ে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
পবিত্র ঈদে মিলাদ মিলাদুন্নবী (স.) উপলক্ষে কোরানখানি, মাহফিল,দরুদ কিয়াম, বিশ্ব উম্মাহর শান্তি সমৃদ্ধি সহ সকল প্রবাসীদের উত্তরোত্তর সাফল্যে ও মরহুম আলহাজ্ব ফয়েজ উল্লাহ’র বিদেহী আত্মার মাগফেরাত সহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রায় সকল প্রদেশ থেকে বিভিন্ন সংগঠন, কমিউনিটি ও রাজনৈতিক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে কমিউনিটির সকলের মাঝে তবরুক বিতরন করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে সুন্দর ভাবে অুষ্টান সফল করতে সার্বিক সহযোগিতার জন্য
বিশেষ ভাবে কমিউনিটি ব্যক্তিত্ব বিশেষ করে আলহাজ্ব ফরিদ তালুকদার, আবুল কালাম আজাদ, হাজী ফারুখ, কাজী ফারুখ, আতাউর রহমান, শফিকুল ইসলাম, সেলিমুর রহমান, আবদুল হান্নান, মাহবুব, ফরিদ, হামিদুল হক, জয়নাল আবেদীন, আব্দুল হালিম সহ অনুষ্টানে আগত সকল মেহমানদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
