• আজ রাত ৮:০৭, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসন্ন রমজান মাসে হোটেল শ্রমিকদের ছাঁটাই বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ২:১৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আসন্ন রমজান মাসে হোটেল শ্রমিকদের ছাঁটাই বন্ধ ও ঈদের আগেই শ্রমিকদের সকল বকেয়া বেতনসহ বোনাস প্রদানের দাবি জানিয়েছে জাতীয় হোটেল রেস্তোরাঁ শ্রমিক ফেডারেশন। সোমবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সকল হোটেল-রেস্তোরাঁয় সারা বছর কাজ করে গেলেও রমজান মাসে বন্ধ থাকার অজুহাতে হোটেল রেস্তোরা শ্রমিকদের ছাঁটাই করা হয়। যা একেবারে অনাকাঙ্ক্ষিত। কিন্তু চুপিসারে হলেও হোটেল-রেস্তোরাঁ ঠিকই খোলা থাকে। অন্যদিকে, এই অজুহাত দেখিয়ে রমজানের পরবর্তী ঈদুল ফিতরের বোনাস থেকেও বঞ্চিত করা হয়। বোনাস দিতে হবে বলে যাদেরকে চাকরীচ্যুত করা হয়েছে, পরবর্তীতে তাদের আর নিয়োগ দেওয়া হয় না। নতুন করে শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে হোটেল-রেস্তোরাঁ মালিকরা এক ধরনের সুযোগ গ্রহণ করেন।

দাবি জানিয়ে বক্তারা বলেন, করোনাকে পুঁজি করে ব্যাপক শোষন লুটপাট শ্রমিক ছাটাই, শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। করোনা মহামারির অজুহাতে ছাটাইকৃত শ্রমিকদের পুর্ন মজুরীসহ চাকুরিচ্যুৎ শ্রমিকদের চাকুরিতে পুর্ন বহাল করতে হবে। সাথে সাথে বেকার শ্রমিকদেরকে কাজ, খাদ্য, চিকিৎসা ও পর্যাপ্ত রেশনিং এর ব্যবস্থা চালু করতে হবে। শ্রম আইনের ৫ ধারা মতে নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। হোটেল রেস্তোরাকে শিল্প হিসাবে ঘোষণা করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় হোটেল রেস্তোরাঁ শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন দেলু, সাধারণ সম্পাদক মো. শামছুল আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ