• আজ রাত ২:৫৩, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারের জাঙ্গালিয়ায় হামলা স্কুলছাত্রী ও তার মাসহ আহত-৩

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৯:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৯, ২০২২ ৯:৫৫ পূর্বাহ্ণ

 

এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় প্রতিপক্ষের দু’দফা হামলায় স্কুলছাত্রী ও তার মাসহ অন্তত ৩ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ মার্চ) ও শুক্রবার (১৮ মার্চ) উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, অলিউল্লাহ (৩০), তার বোন স্কুলছাত্রী ফাহিমা (১৫) ও তার মা আনোয়ারা বেগম ( ৪০)।
আহত অলিউল্লাহ জানান, গত বৃহস্পতিবার পূর্ব শক্রতার জের ধরে জাঙ্গালিয়া গ্রামের জাহাঙ্গীরসহ তার লোকজন তার বাড়িতে গিয়ে তার মা আনোয়ারা বেগম ও বোন ফাহিমাকে মারধর করেন। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে শুক্রবার দুপুরে থানা পুলিশ ঘটনা তদন্ত করতে যায়।
তিনি আরো জানান, ওই দিনই দুপুরে পুলিশ চলে যাওয়ার পর হামলা কারীদের বাড়িতে পুলিশ যাওয়ার কারণে আমি জাঙ্গালিয়া বাজার থেকে নিজ বাড়ি জাঙ্গালিয়ায় যাওয়ার পথে হামলা চালিয়ে আমাকে পিটিয়ে আহত করা হয়। এই ঘটনায় আলী আহাম্মদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!