আড়াইহাজারে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ১০:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ১০:০১ পূর্বাহ্ণ
এম আর কামাল, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর এর একটি আভিযানিক দল শনিবার (১২ মার্চ) রাতে জেলার আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ বাদশা (২২) পিতা- মোঃ বোমলে পাঠান, সাং-ধর্মপুর, থানা- কসবা, জেলা- ব্রাক্ষ্মণবাড়ীয়া ও একই এলাকার মৃত আঃ জলিল মিয়ার ছেলে ছোরাপ খাঁন।
র্যাব-১১ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয় করে এবং বিভিন্ন অভিনব কায়দায় পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।