আ.লীগের প্রেসিডিয়াম সদস্য নাহিদের ঘরে ফের ডুবলো নৌকা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১৫, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১৫, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এলাকায় আবারও ডুবেছে নৌকা।
এবার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস শুকুরকে হারিয়ে বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক।
পৌরসভার ১০টি কেন্দ্রে চামচ প্রতীক নিয়ে ফারুকুল হক ৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট।
এমনকি নুরুল ইসলাম নাহিদের নিজ কেন্দ্র পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয়ে নৌকা পরাজিত হয়েছে। এ কেন্দ্রে আওয়ামী লীগের আব্দুস শুকুর পেয়েছেন ২৬২টি ভোট। আর বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী ফারুকুল হক পেয়েছেন ৫৫৫ ভোট।
এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতার নির্বাচনী আসনের দুই উপজেলায় (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নৌকার ভরাডুবি হয়। নাহিদের নিজ উপজেলা বিয়ানীবাজারের ১০ ইউপির মধ্যে মাত্র তিনটিতে নৌকার প্রার্থী জয় পান। বাকিগুলো মধ্যে দুটিতে দলের বিদ্রোহী প্রার্থী, দুটিতে জামায়াত ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
অপরদিকে, গোলাপগঞ্জে ১০টি ইউপির মধ্যে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হন। বাকি ৬টির মধ্যে দুটিতে বিদ্রোহী, দুটিতে জামায়াতে ইসলামী, একটিতে জাতীয় পার্টি এবং আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। এই দুই উপজেলায় নৌকার চারজন প্রার্থী জামানত হারান