• আজ রাত ১১:২৯, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ.লীগ কোনো ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হয়নি : শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৭, ২০২২ ৫:০০ অপরাহ্ণ

 

মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি।

রবিবার (১৭ এপ্রিল) দুপুরে মাদারীপুর শহরের পৌর এলাকায় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির অডিটোরিয়ামে সময় টেলিভিশনের একযুগে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, যা বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে পৌঁছে গেছে। একটা গাছের শেকড়কে টেনে উপরে ফেলা যায়, কিন্তু মানুষের হৃদয়ের যে ভালোবাসা বা আকর্ষণ সেটাকে টেনে উপড়ে ফেলা যায় না। আওয়ামী লীগ দলটি গণমানুষের সংগ্রাম ও আন্দোলনে সৃষ্টি হয়েছে। এই দলটিকে কখনোই উপড়ে ফেলা যাবে না।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, সাবেক পৌর মেয়র নুরে আলম বাবু চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি হাফিজুর রহমান খান, জেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকরা।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ