ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি’র সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৩, ২০২২ ৭:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৩, ২০২২ ৯:০১ পূর্বাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বুধবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন চার্লস হোয়াইটলি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছেন।
এর আগে মঙ্গলবার (১২ জুলাই) ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইসের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক করেন বিএনপি নেতারা।