ইউক্রেনে যুদ্ধ চাইনা, শান্তি চাই : জাতীয় মানবাধিকার সমিতি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৪, ২০২২ ৭:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৪, ২০২২ ৭:৪৬ পূর্বাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
ইউক্রেনে যুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন বলেন, আমরা ইউক্রেনে যুদ্ধ চাইনা, শান্তি চাই। যে কোন মূল্যে যুদ্ধের পথ পরিহার করে শান্তি প্রতিষ্ঠা করতে বিশ্বাবাসীকে সোচ্চার হতে হবে।
শুক্রবার (৪মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।
তারা বলেন, রাশিয়া কর্তৃক ইউক্রেনে সামরিক অভিযান বিশ্ব শান্তির অন্তরায় ও স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বের পরিপন্থী। ইউক্রেনে এই হামলা পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী ন্যাটো জোটের তৎপরতাকে আরও বিস্তৃৃত করার ক্ষেত্র তৈরি করবে, যা রাশিয়াসহ গোটা ইউরোপের নিরাপত্তা ও সার্বভৌমত্বকেই আরো ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।
নেতৃবৃন্দ বলেন, এই পরিস্থিতিতে দুনিয়ার দেশে দেশে যুদ্ধ ও অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী সাম্রাজ্যবাদী শক্তিগুলো তৎপর হয়ে উঠেছে। যা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় হতে পারে। ইউক্রেনে যা হচ্ছে, কোনো সুস্থ মানুষ এটা মেনে নিতে পারবে না।
তারা বলেন, এই যুদ্ধ কোনও সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়। এই যুদ্ধের ফলে ইউক্রেনে মানব জীবন বিপন্ন হয়ে পড়েছে, প্রাণহানি ঘটছে, দেশটির অবকাঠামো ও সম্পদ ধ্বংস করা হচ্ছে। যা একটি স্বাধীন, সার্বভৌম দেশকে অপমানিত, পরাস্ত ও পদানত করছে।