• আজ রাত ১১:৪৩, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে হরিণাকুন্ডু শহরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৫, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৫, ২০২২ ১১:৫৬ পূর্বাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
হরিণাকুন্ডুর তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রাশেদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়নবাসি। শনিবার বিকালে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ হরিণাকুন্ডু শহরে এসে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে দোয়েল চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারম্যান মঞ্জুর রাশেদ, তরিকুল ইসলাম ও মানিক হোসেন। বক্তাগন বলেন একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর হামলা করেও সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বক্তাগন হামলাকারী সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম মনজেরকে গ্রেফতাদের দাবী জানিয়ে বলেন, অন্যথায় তাহেরহুদা ইউনিয়নে কোন অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। উল্লেখ্য গত বৃহস্পতিবার ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়ন পত্র কিনতে বাধা সৃষ্টির প্রতিবাদ করায় চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে পুলিশের সামনে পিটিয়ে গুরুতর আহত করে সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলম মনজেরের সমর্থকরা। হরিণাকুন্ডু উপজেলা পরিষদের গেটের সামনে এ ঘটনা ঘটে। এছাড়া বুধবার দুপুরে কাজী রাসেল আহম্মেদ মিন্টু ও আরিফুল ইসলাম মনোনয়ন ফরম কিনতে গেলে তাদের ধাওয়া করে মঞ্জরুল আলম মনজেরের সমর্থকরা। হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে লাঞ্চিত করার বিষয়ে তিনি এখনো কোন অভিযোগ দেননি। আভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ