ইভিএম হলো বাটপারির মেশিন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১৫, ২০২২ ৮:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১৫, ২০২২ ৮:১২ পূর্বাহ্ণ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী বলেছেন, ইভিএম মানে হলো─ ইলেকট্রনিক বাটপারি মেশিন। আমরা সবসময়ই ইভিএমের প্রতি অনাস্থা জানিয়েছি, আপত্তি তুলেছি, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি।
বুধবার (১৫ জুন) শহরের ২৫ নম্বর ওয়ার্ডের তারপাইয়া স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
ভোটকেন্দ্রে এজেন্ট দিতে পারছেন না জানিয়ে তিনি আরও বলেন, ভোটের আগেরদিন রাতে আমার নির্ধারিত এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে বলা হয়েছে তার যেন কেন্দ্রে না আসে। এ কারণে আমার এজেন্টরা ভয়ে কেন্দ্রে আসেনি।
হাতপাখা প্রতীকের এই প্রার্থী বলেন, ১০৫ কেন্দ্রের মধ্যে মাত্র ৪৩টি কেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে আমি এজেন্ট দিতে পারিনি।
নিজেও ভোট বিড়ম্বনায় পড়েছেন উল্লেখ করে মাওলানা রাশেদুল বলেন, ২২ নম্বর ওয়ার্ডের দৈয়ারা স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে আমার আঙুলের ছাপ মিলেনি। পরে প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দিতে সক্ষম হই।