ইরানের সামরিক ক্ষেপণাস্ত্র সাইটে হামলা সম্পন্ন : ইসরায়েল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ১২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ

ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুর ওপর নির্দিষ্ট আকাশ হামলা চালিয়েছে। শনিবার ভোররাত থেকে তেহরান ও আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের সংবাদমাধ্যমগুলো। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, সামরিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনার ওপর আক্রমণ শেষ করে নিরাপদে ফিরে এসেছে তাদের বিমানগুলো।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘আইডিএফ ইরানের বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং মিশন সফলভাবে শেষ হয়েছে।’ সাম্প্রতিক সময়ে ইরান ও তার মিত্রদের ধারাবাহিক আক্রমণের প্রতিক্রিয়াতেই এই পাল্টা আঘাত চালানো হয় বলে জানায় ইসরায়েল।
১ অক্টোবর ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়। ইসরায়েলি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলার নেতৃত্ব দিচ্ছে আইডিএফের বিমানবাহিনী।
এর আগে ইরানের হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ, এবং ইরানি কুদস ফোর্সের জেনারেল আব্বাস নিলফোরুশান নিহত হন, যার পরেই এই উত্তেজনা তীব্র হয়।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র এ হামলায় জড়িত নয় বলে জানিয়েছে পেন্টাগন, এবং হোয়াইট হাউস একে ‘আত্মরক্ষার মহড়া’ হিসেবে বর্ণনা করেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দাবি করেছে, এ আক্রমণ সাধারণ জনগণের মধ্যে খুব বেশি প্রভাব ফেলেনি, এবং জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
