• আজ রাত ৯:৫৬, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইরানের ২০ স্থানে হামলা চালায় ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ১২:৩৯ অপরাহ্ণ

 

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের বিভিন্ন স্থানে, বিশেষত বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে আক্রমণ চালিয়েছে। শনিবার ভোরে এই হামলার সময় তেহরানসহ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রায় ২০টি স্থানে হামলার পর ভোর ৫টার দিকে ইসরায়েল মিশন শেষ করে। ইরান ইন্টারন্যাশনাল জানায়, ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়।

ইরান এই হামলাকে ব্যর্থ দাবি করে উড়িয়ে দিলেও মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ ইসরায়েলের এই পদক্ষেপকে ‘আত্মরক্ষা’ হিসেবে উল্লেখ করেছে। ইরানের পরমাণু ও তেল স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য বিপজ্জনক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যেখানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ