ইরানে হামলার সময় বাংকারে ছিলেন নেতানিয়াহু ও গ্যালান্ট
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৬, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

ইসরায়েলি বাহিনী ইরানের ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। শুক্রবার রাতে রাজধানী তেহরান ও আশেপাশের শহর কারাজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি ভূগর্ভস্থ নিরাপত্তা বাঙ্কারে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদন উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের এই বাঙ্কারে অবস্থান করছিলেন নেতানিয়াহু ও গ্যালান্ট, ঠিক যখন ইরানে হামলা চালানো হচ্ছিল।
ইরানে হামলা শুরুর পরপরই এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে, এবং সাম্প্রতিক সময়ে লেবাননেও ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ নেতাদের নিহত হওয়ার পর, গত ১ অক্টোবর ইরান ইসরায়েলের ওপর প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি ছিল ছয় মাসের মধ্যে ইরানে ইসরায়েলের ওপর দ্বিতীয় হামলা।
সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের ওপর হামলার চেষ্টা করলে শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে .
স্বাধীন খবর ডটকম/আ আ
