• আজ ভোর ৫:২৩, মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে দরিদ্রদের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহ্বান জানালেন ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৯:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৯:১২ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

কোরবানির ঈদে দরিদ্র পরিবারগুলোকে খাদ্য ও গোশত প্রদানের জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে এবার দেশের দরিদ্র মানুষ কোরবানি ঈদে কোনো ধরণের আনন্দ করতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, দরিদ্র ও অসহায় মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় ঈদের দিন এসব মানুষের চোখে থাকবে পানি। প্রায় তিন কোটি পরিবার এবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে।

ডা. জাফরুল্লাহ বলেন, আমারা উদ্যোগ নিলে হয়তো তিন কোটি মানুষকে খাবার দিতে পারবো না, কিন্তু কয়েক লাখ মানুষকে খাদ্য সহয়তা দেয়া যাবে। তাই আমরা গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে প্রায় ২০ হাজার পরিবারকে খাদ্য সহয়তা দেয়ার উদ্যোগ নিয়েছি। আমাদের উদ্যোগ গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা যাদের বেতন ২০ হাজার টাকার ওপরে তাদের এক মাসের বেতন থেকে নূন্যতম শতকরা পাঁচ টাকা হারে দান করে দিয়েছেন। এতে ৫০ লাখ টাকার যোগান হয়েছে। কিন্তু ২০ হাজার পরিবারকে খাদ্য সহয়তা দিতে আরো প্রয়োজন দেড় কোটি টাকা। তাই দেশের বিত্তবান ও ব্যবসায়ীসহ সচ্ছল প্রবাসীদের কাছে সাহায্যের আবেদন করেন তিনি।

তিনি বলেন, সারাদেশ থেকে এ বছর ৫৩ হাজার মানুষ হজে যাচ্ছেন। তারা যদি ১০ হাজার টাকা করে দান করেন তাহলে ছয় লাখ পরিবার ঈদের কয়েকটা দিন ভালোভাবে পেট ভরে খেতে পারবে। এতে আমার মনে হয় মহান আল্লাহ বেশী খুশি হবেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!