ঈশ্বরদীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ৫, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ৫, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৫ মার্চ) সকাল ১১.০০ টায় রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়।
ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা জাকারিয়া পিন্টুর সহযোগিতায় উপজেলা, পৌর বিএনপির আহবানে এবং পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান বাবু’র পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ফজলুর রহমানসহ যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধোগতিতে দেশের জনগণের নাভিশ্বাস উঠে গেছে, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এতে আমরা শংকিত এবং উদ্বিগ্ন, ৭৪ এর দুর্ভিক্ষের আলামত মনে হচ্ছে। তাই দেশের এই দুঃসময়ে দলমত নির্বিশেষে সকল মানুষকে এই অবৈধ ভোট চোর সরকার হটিয়ে গনতন্ত্র ফিরিয়ে জনগণের সরকার প্রতিষ্টার আন্দোলনে রাজপথে শরিক হওয়ার আহ্বান জানান। এছাড়াও দ্রব্য মূল্যের উর্দ্ধোগতির প্রতিবাদে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় ঈশ্বরদী বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীসহ সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।