উন্নয়নশীল দেশে উত্তোরণ উপলক্ষে পলাশবাড়ীতে বর্ণাঢ্য র্যালী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ ‘স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ : বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ এই শ্লোগানে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশাল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বিশাল র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশবাড়ী এসএম পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারি কমিশনার (ভূমি) প্রদীপ্ত কুমার রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম ও থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো আলতাব হোসেন, প্রেস ক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা মহিলালীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক শাহজালাল মন্ডল, ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত ও পৗর ছাত্রলীগ আহবায়ক মাসুম সরকার প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশকে এগিয়ে নিয়ে নতুন প্রজন্মের জন্য নিরাপদ ও উন্নত নাগরিক সুবিধায় পরিপূর্ণ একটি দেশ গঠনে সকলের সমান ভূমিকা পালন করার আহবান জানান।
স্বাধীন খবর ডটকম/আ আ
