উন্নয়নের আগে দরকার ক্ষুধা নিবারণ: সেলিমা রহমান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২৫, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২৫, ২০২২ ৯:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
দেশের মানুষ খেতে পাচ্ছে না আর এই সরকার উন্নয়ন উন্নয়ন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ‘উন্নয়ন আগে নয় আগে গণতন্ত্র। প্রয়োজন মানুষের ভোটের অধিকার। দেশবাসীর ক্ষুধা নিবারণ সবার আগে করতে হবে।’
বুধবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদী মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগের সময় শেষ। তাদের পায়ের নিচে মাটি নাই। কিন্তু আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। এই অবৈধ সরকার আবারও জোর করে ক্ষমতায় যেতে চাইবে। তার প্রতিরোধ আমাদের করতে হবে।
তিনি বলেন, গতকাল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রদলের ওপর হামলা করেছে। কিন্তু পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে গ্রেফতার করেছে। অথচ সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকর্মীদের নামে কোন মামলা হয় নাই।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এতটা বেড়েছে যে আজ দেশের জনগণ কিনতে পারছে না। আর এই সরকার উন্নয়ন উন্নয়ন করেছে।
আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম এর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপি’র নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব, নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান নয়ন, প্রচার সম্পাদক ফিরোজ মাহমুদ প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ
