• আজ বিকাল ৫:২১, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) হাদিসশাস্ত্রে বিশাল অবদান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৩০, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ

 

উম্মুল মুমিনিন আয়েশা (রা.) হাদিসশাস্ত্রে এক বিশাল অবদান রেখেছেন, যা ইসলামের শাশ্বত ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তাঁর বিশাল হাদিস জ্ঞান এবং অনন্য বর্ণনার মাধ্যমে তিনি নবী করিম (সা.)-এর জীবন, চারিত্রিক বৈশিষ্ট্য এবং ইসলামের বিভিন্ন বিধানকে মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। তিনি নবী (সা.)-এর জীবনের এমন অনেক দিক এবং ইসলামের বহু গুরুত্বপূর্ণ বিধান বর্ণনা করেছেন যা অন্য কেউ তুলে ধরতে পারেননি।

তাঁর থেকে বর্ণিত হাদিসের সংখ্যা প্রায় ২,২১০। এইসব হাদিস কেবল ইসলামের ধর্মীয় বিধানেই নয়, বরং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের ওপরও ব্যাপক প্রভাব ফেলেছে। আয়েশা (রা.) বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাদিস বর্ণনা করেছেন, যেমন ওহির সূচনা, তাকদির, জ্ঞানার্জন, সালাত, রমজান, হজ, কোরবানি, ব্যবসা, বিবাহ এবং রাসুল (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য।

এছাড়াও, বহু সাহাবি, তাবেঈ এবং তাঁদের পরবর্তী প্রজন্মের লোকজন তাঁর থেকে হাদিস শিক্ষা গ্রহণ করেছেন। ইমাম শামসুদ্দিন জাহাবি তাঁর ছাত্রদের মধ্যে ১৯০ জনের নাম উল্লেখ করেছেন, যারা তাঁর কাছ থেকে হাদিস শিখেছিলেন। তাঁর বর্ণিত হাদিসগুলোকে সহিহ বুখারি, সহিহ মুসলিমসহ বিভিন্ন প্রসিদ্ধ হাদিস গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আয়েশা (রা.)-এর এই অবদান ইসলামি জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে এবং মুসলিম উম্মাহর জন্য এক মূল্যবান সম্পদ হিসেবে পরিগণিত হয়েছে।

4o

window.__oai_logHTML?window.__oai_logHTML():window.__oai_SSR_HTML=window.__oai_SSR_HTML||Date.now();requestAnimationFrame((function(){window.__oai_logTTI?window.__oai_logTTI():window.__oai_SSR_TTI=window.__oai_SSR_TTI||Date.now()}))

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ