উৎসব মুখর পরিবেশে ডিউইজের ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৮:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২৯, ২০২২ ৮:৩৭ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ২০২২-২৩ মেয়াদে নিবার্চন অনুষ্ঠিত হচ্ছে। উৎসব মুখর পরিবেশে সকাল ৯টায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যা টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এবছর সংগঠনটির মোট ভোটার ২ হাজার ৯৬৮ জন।
মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া ৫ জন সহকারী নির্বাচন কমিশনারও নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন।
দেখা গেছে, সকাল ৭টা থেকেই প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি রয়েছে। ভোটারদের দেখলে তারা আন্তরিকতার সঙ্গে প্রার্থীর জন্য ভোট চাচ্ছেন। কোন কোন ক্ষেত্রে ভোটারের নাম্বারটি স্লিপে লিখে ভোটারকে সহযোগীতাও করছেন দ্রুত ভোটদান শেষ করতে। এ ছাড়া, পুরো এলাকা ভরে গেছে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে।
এদিকে, বয়স্ক, নারী ও অসুস্থ ভোটারদের দ্রুত ভোটদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া, ভোট চলাকালে প্রেসক্লাব চত্বরে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি, ভোটকেন্দ্রে মোবাইল ফোন না আনা, পরিচয়পত্র ও এনআইডি সঙ্গে আনাসহ ১৪টি আচরণবিধির কথা আগেই জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।
এবারের নির্বাচনে ৩টি প্যানেলে মোট ২১টি পদের জন্য ৭১ জন প্রার্থী লড়ছেন। প্যানেল ৩টি হচ্ছে— কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম পরিষদ, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান। এই ৩ পরিষদে মোট প্রার্থী রয়েছে ৬১ জন। এ ছাড়া, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১০ জন।
স্বাধীন খবর ডটকম/আ আ
