একজন এমপিকে বের করতে পারেনি, কতটা অসহায় ইসি!
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ১:১৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
মহিলা দলের আয়োজনে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
কুমিল্লা সিটি করপোরেশন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী নিয়ম-নীতি অনুসরণ করে একজন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনী এলাকা থেকে বের করতে পারেনি নির্বাচন কমিশন। এ থেকে বোঝা যায় নির্বাচন কমিশন কতটা ব্যর্থ, কতটা অসহায়।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও বিএনপি কার্যালয়ে মহিলা দলের আয়োজনে মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন মির্জা ফখরুল।
মতবিনিময় সভায় পদ্মা সেতু নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব।
পদ্মা সেতুর ব্যয়ভার ধরা হয়েছে ৮ হাজার কোটি টাকা, তা পরবর্তীতে বাড়িয়ে ৩০ হাজার কোটি টাকা দেখানো হয়েছে- এত টাকা কোথায় গেল?
তিনি আরও বলেন, সরকার জনগণের জন্য উন্নয়ন করছে না। নিজেদের পকেট ভরতে ও টাকা পাচার করতে উন্নয়ন করছে। সেখানে সাধারণ জনগণের কোনো উন্নয়ন নেই।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসসহ দলটির নেতাকর্মীরা।