একটা পরিবারের কাছে সার্বভৌমত্ব বন্দি: মোশাররফ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ১০:৩৮ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একটা পরিবারের হাতে বন্দি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, আজকে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নাই। একটা পরিবারের কাছে সার্বভৌমত্ব বন্দি। দেশের সীমান্ত এলাকায় মানুষের প্রাণহানি হচ্ছে অন্যায়ভাবে। কিন্তু তার কোন প্রতিবাদ করার ক্ষমতা এই সরকারের নাই। এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হয়েছে।’
সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মিলানায়তনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে’ মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মোশাররফ বলেন, যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি, কেউ মুক্তিযুদ্ধের রঙ্গানে কাজ করেছি। স্বাধীনতার ৫০ বছর পরে আমরা কি পেয়েছি, আমাদের প্রত্যাশা ও করনীয় নিয়ে আলোচনা করতে হয়। এর থেকে দুর্ভাগ্য একটি জাতির জন্য হতে পারে না।’
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।