এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টাইগাররা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ১:২৮ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারল না সফরকারী আফগানিস্তান। সহজ জয়ে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল টাইগাররা। ৪৫ ওভার শেষে ৯ উইকেটে ২১৮ রান করেছে আফগানিস্তান। স্পিনারদের বোলিংয়ে এনে তাড়াতাড়ি ওভার শেষ করার প্রক্রিয়ায় এবার আফিফকে আনেন তামিম।
প্রথম বলেই কাজ শেষ করে দিয়েছেন আগের ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের জয়ের দুই নায়কের একজন। বোল্ড করে দিলেন ফজলহক ফারুকিকে। ২১৮ রানেই অলআউট আফগানিস্তান। বাংলাদেশের জয় ৮৮ রানে।
জিতলেই মিলবে বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে একশ পয়েন্ট অর্জনের গৌরব- এমন হাতছানি সামনে রেখে খেলতে নেমে ব্যাটে-বলে দুর্দান্ত প্রদর্শনী করলো বাংলাদেশ দল। আফগানিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে সুপার লিগে সেঞ্চুরির পাশাপাশি পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান দখল করেছে টাইগাররা।
লিটন দাসের সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে ভর করে ৩০৬ রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ দল। জবাবে ৪৫.১ ওভারে ২১৮ রানেই শেষ আফগানরা।
এ জয়ের পর সুপার লিগে ১৪ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে গেলো তামিম ইকবালের দল। দুই নম্বরে থাকা ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট। সোমবার সিরিজের শেষ ম্যাচ জিতলে ইংলিশদের চেয়ে আরও এগিয়ে যাবে বাংলাদেশ দল।