• আজ দুপুর ১২:৩০, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এখনও জেলা আ’লীগের লাগাম ধরেন: এমপি একরাম

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১১:৪৭ পূর্বাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের লাগাম টেনে ধরতে বলেছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয় সামনে নেতাকর্মীদের সামনে একথা বলেন তিনি।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এই সংসদ সদস্য বলেন, ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা অজানা কারও ইশারায় জেলা আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করেছেন। কিন্তু জেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ তা হতে দেয়নি। জেলা আওয়ামী লীগ একই রয়েছে।

একরামুল করিম বলেন, শেখ হাসিনা চাইলে আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হবেন তিনি।

জেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির কিছু নেতাকে উদ্দেশ্য করে এই সংসদ সদস্য বলেন, সম্প্রতি ইউপি নির্বাচনে যারা টাকার বিনিময়ে প্রার্থী দিয়েছেন, তাদের ক্ষমা করা হবে না।

তাকে নিয়ে কটুক্তিকারীদের উদ্দেশ্যে সাংসদ একরাম বলেন, তার বিরোধিতা করা আর আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরোধিতা করা এক। কারণ শেখ হাসিনা ও তিনি উভয়ই জাতীয় সংসদের সদস্য।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখনও জেলা আওয়ামী লীগের লাগাম ধরেন। জেলা আওয়ামী লীগকে বাঁচান। কারণ সবার আঙুল কিন্তু আপনার (ওবায়দুল কাদের) দিকে। আমি আপনাকে বলি, কাদের ভাই বাবার পরে আপনাকে স্থান দিয়েছি, এখন ধরে রাখার চেষ্টা করেন।

সাংসদ একরাম বলেন, তিনি এখন আর গত এক বছর আগের একরাম নেই, তিনি ঘুরে দাঁড়িয়েছেন। বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মন্তব্য করে তিনি বলেন, এবার মরতে হলে নেতাকর্মীদের জন্য মরবেন। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আ.লীগের জন্য কাজ করারও আহ্বান জানান একরামুল করিম।

গত ১০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরকে নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক বলে মন্তব্য করেন তিনি। এর আগেও ওবায়দুল কাদেরকে রাজাকারের বংশধর আখ্যা দিয়ে আলোচিত হন সাংসদ একরাম।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!