এখন থেকে রোববারে দুবাইয়ে পেইড পার্কিং জোনে ফ্রি পার্কিং করা যাবে
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ৪, ২০২২ ৮:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ৪, ২০২২ ৮:২৭ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
দুবাইয়ে এখন থেকে পেইড পার্কিং জোনে রবিবারে বিনামূল্যে পার্কিং করা যাবে। তবে এটি পুর্বে দুবাইয়ে শুক্রবারে ফ্রি পার্কিং করা হতো সেটি পরিবর্তন করে রবিবারে করা হয়েছে। দুবাইর ক্রাউন প্রিন্স এবং এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সোমবার এ বিষয়ের উপর একটি রেজোলিউশন জারি করেন ।
আমিরাতে সরকারি ছুটির দিন রবিবার ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টার মধ্যে পেইড পার্কিং জোনে পে করতে হবে। এসময়ের বাইরে বা আগে হলে পেইড করতে হবে না।
স্বাধীন খবর ডটকম/আ আ
