এনএসইউ তে “গণহত্যা দিবস ২০২২” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ২৫, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ২৫, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
বেসরকারী পর্যায়ে উচ্চ শিক্ষার পথপ্রদর্শক, দেশের প্রথম এবং সকল ধরনের জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থানকারী আন্তর্জাতিক মানের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আজ ১৯৭১ এর ২৫ শে মার্চ কালরাত্রিতে হানাদার পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যায় নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে “গণহত্যা দিবস ২০২২” উদযাপন এর আয়োজন করে । এ উপলক্ষে এনএসইউ আলোচনা সভা, বিশেষ মোনাজাত, তথ্য-চলচ্চিত্র প্রদর্শনসহ ১ মিনিট প্রতীকি ব্লাক আউটের আয়োজন করে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ অফিস এর পরিচালক জনাব জামিল আহমেদ এর সঞ্চালনায় এবং উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ এর ভিজিটিং অধ্যাপক ড. নজরুল ইসলাম।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব আজিম উদ্দিন আহমেদ বলেন, ২৫ মার্চ, বাঙালির ইতিহাসের কালরাত। এরাতে নিরীহ বাঙালির ওপর হানাদার পাকিস্তানি বাহিনীর চালায় বর্বর গণহত্যা। এ রাত জাতীর ইতিহাসে ভয়াবহ স্মৃতিজড়িত এক অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার কালরাত পেরিয়ে বাংলাদেশ একাত্তরে জেগে উঠে মুক্তিযুদ্ধের মহা-ভোরের মোহনায়। এই জাগরণকে আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য ও সার্থক করে তুলতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা। বিশ্বের বুকে জন্ম নেয় বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ।
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যা চালায় এদেশের নিরীহ মানুষের উপর। এটি বাঙ্গালি ইতিহাসের এক চরম কাল অধ্যায়। মূলত ২৫ মার্চ সমগ্র জাতিকে মুক্তির সংগ্রামের দিকে একত্রিত করেছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসাধারণ নেতৃত্ব-নৈপুণ্যে বাংলাদেশের মানুষের মাঝে মুক্তির যে স্বপ্ন ছিল তা বাস্তবে রূপ দিয়ে পাকবাহিনীর বর্বরতার জবাব দিয়েছে। এই মহান নেতার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা।
অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল আর বাংলাদেশ সৃষ্টি হয়েছিল বলেই আজ আমারা একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে পেরেছি। আমাদের এই দেশের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমাদের দেশের ইতিহাস জানতে হবে, বঙ্গবন্ধু কে জানতে হবে, তা হলেই আমরা একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য, অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ, অধ্যাপক এবিএম রাশেদুল হাসান, স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, স্কুল অব হিউম্যানিটিস এন্ড সোস্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. আব্দুর রব খান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. জাবেদ বারী, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. হাসান মাহমুদ রেজা, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।