• আজ রাত ৯:৪৩, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার চা পাতার প্যাকেটে ১৪ কেজি গাঁজাসহ মুন্সীগঞ্জ হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ রবিবার (১২ জুন) রাতে মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর থানাধীন মানিকপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ আবুল হোসেন (৪৩), পিতা- মৃত আব্বাস আলী, সাং-পাগলপাড়া, থানা- হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, বর্তমানে- দশকানি ভূঁইয়া বাড়ি (সিরাজুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া), থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা- মুন্সিগঞ্জ নামক ১ জন ছদ্মবেশী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৭০টি চা পাতার প্যাকেটে বিশেষ কৌশলে সংরক্ষিত ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্যে মাদক পাচারের নিত্য নতুন কুটকৌশল অবলম্বন করে মাদক পাচার করে থাকে। এরই ধারাবাহিকতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে গ্রেফতারকৃত আসামী চা পাতা ব্যবসায়ী সেজে চা পাতার প্যাকেটে চা পাতার পরিবর্তে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংরক্ষণ করে দীর্ঘদিন যাবৎ পরিবহন করে নিয়ে এসে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ