• আজ সকাল ৮:০১, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এমন খারাপ হতে পেরে আমি গর্বিত..!

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ৮:২০ পূর্বাহ্ণ

 

আমি কখনো কোনো ব্যক্তি বা কোনো কিছুর পেছনে দৌড়াই না। আমি শুধু তার জন্যই কাজ করি যা আমার জন্য তৈরি বা উপযুক্ত এবং এই ছুটে চলার পেছনে যথেষ্ট ধৈর্য্য ও শ্রম বিদ্যমান। যারা নামে বন্ধু তারা চাইলেই আমার জীবন থেকে চলে যেতে পারে, আমার কিছু যায় আসে না। আবার যেসব প্রেমিকেরা ভুলে গেছে আমায় কিভাবে ভালোবাসতে হয়- তারাও অন্য রাস্তায় হাঁটতে পারে, আমার গায়ে লাগে না।

মুখের উপর সত্য কথা বলি কিংবা অন্যায়ের প্রতিবাদ করি দেখে আমি অনেকের কাছে অনেক খারাপ। তাই নিজের সম্পর্কে এমন কথা শুনি যা আমি নিজেই জানি না। তবে এমন খারাপ হতে পেরে আমি গর্বিত।

যা আমার জন্য নয় তার পেছনে ছুটে অপচয় করার মত শক্তি বা সময় আমার নেই। আমার কাছে জীবনের এই ক্ষণিক সময় উপযুক্ত মানুষের জন্য ব্যয় করা শ্রেয়, যারা আমার মূল্যায়ন করে। আমি জানি জীবনটা উপভোগ করা যেমন প্রয়োজন; ঠিক তেমনি সারাজীবন বুকে হাত দিয়ে মাথা উঁচু করে নিজের সততার কথা সগর্বে বলাটা তার থেকেও বেশী প্রয়োজন। তাই সৎভাবে অল্পে সন্তুষ্ট হয়ে সুখী থাকাটাই আমার জীবনের লক্ষ্য।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!