এরশাদের শাসনামলে দ্রব্যমূল্য ছিল খুবই কম
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২০, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২০, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
তিনি বলেন, এরশাদের শাসনামলে দ্রব্যমূল্য ছিল খুবই কম। বর্তমানে চালের যে দাম তার চার ভাগের একভাগ ছিল তখন।
রোববার (২০ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় পার্টি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এরশাদ বলেন, আজ যখন আমি এই অনুষ্ঠানে আসি তখন আমার সন্তান এরিক আমাকে বলে- ‘মা তুমি অনুষ্ঠানে কেক নিয়ে যাও। নেতাকর্মীদের জন্মদিনের কেক খাওয়াবে।’
তিনি বলেন, আমার ছেলে এরিক বলে তার বাবার অবর্তমানে তার চাচা (জিএম কাদের) তার অভিভাবক। অথচ তার কোনো খোঁজখবরই তিনি নেন না। এরিকের চাচা তার ভাতিজার দেখাশোনাই করতে পারেন না, দলের নেতাকর্মীদের খোঁজ কীভাবে তিনি রাখবেন?
বিদিশা এরশাদ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের চেয়ারে বসেন আমার সন্তান এরিকের চাচা (জিএম কাদের)। শুনেছি আজ নাকি তিনি একটি পাঁচতারকা হোটেলে হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালন করবেন। আর সেখানে তার নামে পদক দেবেন। এরশাদ মারা যাওয়ার পর তিনি দলের পদবি বিক্রি করতেন। এখন পদক বিক্রি শুরু করেছেন।
তিনি বলেন, আপনি যে পদবি বিক্রি করেছেন তার টাকা কর্মীদের দেন। আপনি কর্মীদের খবর নেন না, এলাকা থেকে অবাঞ্ছিত হন।
নিজের প্রতি দলীয় নেতাকর্মী ও জনগণের আস্থার বিষয় তুলে ধরে বিদিশা বলেন, গত শুক্রবার শবে বরাত থাকায় হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দোয়া চাইতে রাস্তায় বেরিয়েছিলাম। পুরো ঢাকা নয়, কেবল একটা অংশে (গুলশান-বারিধারা) গিয়েছিলাম। সাধারণ মানুষের ভালোবাসা দেখেছি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম লাগাম ছাড়া হয়ে গেছে। তেলের দাম বেড়েছে, গরুর মাংস ৭০০ টাকা হয়েছে। সরকারকে বলবো এগুলো নিয়ন্ত্রণ করুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিদিশা বলেন, আপনি কাজ করছেন, কিন্তু এগুলো (দ্রব্যমূল্য বৃদ্ধি) নিয়ন্ত্রণ করুন। আপনি আরও দুই বা তিনবার ক্ষমতায় থাকুন। আপনাকে তো আর জনগণের ম্যান্ডেট নিয়ে কেউ নামাতে আসছে না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, যুগ্ম মহাসচিব মেজর (অব.) এম এ জে ওয়াদুদ দিদার প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ
